- +91 9836250829
- new.script.in@gmail.com
- এ (পি), কলেজ স্ট্রিট মার্কেট, কলকাতা ৭০০০০৭


₹280.00
“দেশ” পত্রিকার জন্য লখনৌতে ‘শতরঞ্জ কে খিলাড়ি’র শুটিং কভারেজের প্রস্তাব নিয়ে যখন নীরেনদা বাবার কাছে আসেন, তখন বাবা কিছুটা অবাকই হয়েছিলেন। কারণ ‘দেশ’-এর মতো পত্রিকায় একটা ছবির শুটিং নিয়ে তার আগে কোনও লেখা বেরিয়েছে বলে তাঁর জানা ছিল না। কিন্তু যখন শুনলেন যে সম্পাদক সাগরময় ঘোষ এ-ব্যাপারে বিশেষ আগ্রহী, তখন তিনি সানন্দে রাজি হয়ে যান।
১৯৭৭ এর ২৩শে জানুয়ারি নীরেনদা’ লখনৌতে এসে বাবাদের হোটেলেই ওঠেন—‘ক্লার্কস্ আওয়াধ’। আর বাবার মুখোমুখি ঘরটিও তাঁর জুটে যায়।
লখণৌ থেকে ফেরার আগের রাতে আমার সঙ্গে ওঁর এক ঝলক দেখা হয়। আমায় বিদায় জানিয়ে তিনি বলেন—‘আমার লেখাতে কিন্তু তোমার তোলা ছবিও থাকবে—তৈরি থেকো।’
বাবার ৫৬তম জন্মদিনের ঠিক পাঁচদিন বাদে (৭ই মে ১৯৭৭) ‘আউটডোর’ নামে নীরেনদার প্রবন্ধটি ধারাবাহিকভাবে ‘দেশ’-এ বেরোতে শুরু করে। ‘আউটডোর’ বেরিয়েছিল দশ কিস্তিতে।
লেখাটি শেষ হবার পর সকলেই আশা করেছিলাম যে সেটি বই হয়ে বেরোবে। কিন্তু নানান কারণে তা আর হয়ে ওঠেনি।
অবশেষে ২০১০ সালে ‘আউটডোর’ বই হিসেবে প্রকাশিত হয়। দুর্ভাগ্যবশত, সেই প্রকাশনা সংস্থার আয়ু নেহাতই ক্ষণস্থায়ী হওয়ার ফলে বইটিও বাজার থেকে উধাও হয়ে যায়। আজ, ‘নিউ স্ক্রিপ্ট’-এর উদ্যোগে ‘আউটডোর’ আবার বেরোতে চলেছে। বাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম হিন্দি ছবি ‘শতরঞ্জ কে খিলাড়ি’র শুটিং নিয়ে নীরেনদার এই অসামান্য লেখাটি যাঁরা আগে পড়েছেন তাঁরা নিশ্চয়ই আবার পড়বেন, আর নতুন প্রজন্মের কাছে যদি এই বই ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা!
সন্দীপ রায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
জন্ম হয় ও শৈশব কাটে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। কলকাতার সেন্ট পলস কলেজ থেকে স্নাতক হন, ১৯৪৬এ প্রকাশিত হয় তাঁর প্রথম বিখ্যাত কবিতা “শহিদ রামেশ্বর” । ১৯৫৪তে প্রকাশ হয় তাঁর প্রথম কবিতার বই “নীল নির্জন”, তার প্রচ্ছদ আঁকেন সত্যজিৎ রায় । মূলত কবি হিসাবে বিখ্যাত হলেও প্রচুর গদ্যও লিখেছেন । “অন্ধকার বারান্দা”, “কলকাতার যীশু”, “উলঙ্গ রাজা”, “চল্লিশের দিনগুলি” তাঁর উল্লেখযোগ্য কবিতার বই । “উলঙ্গ রাজা” বইয়ের জন্য তিনি আকাদেমী পুরষ্কার অর্জন করেন, সাহিত্য আকাদেমির ফেলো হয়েছিলেন । সৃষ্টি করেছেন গোয়েন্দা চারু ভাদুড়িকে । “নীর বিন্দু” তাঁর আত্মজীবনী । এছাড়া তিনি লিখেছেন অনেক ছড়া, প্রবন্ধ, অনুবাদ, আর “আউটডোর”-এর মতো ব্যতিক্রমী বই । এক যুগের বেশি “আনন্দমেলা” সম্পাদনা করেন । ছদ্মনাম কবি কঙ্কন ।
©2020. নিউ স্ক্রিপ্ট. All Rights Reserved.